Title (Indic)এক বরষায় বৃষ্টিতে ভিজে WorkJalachhbi Year1968 LanguageBengali Credits Role Artist Music Khan Ataur Rahman Performer Pheradausee rahmaan Performer Nilufar Yasmin Writer Khandokar Nurul Alam LyricsBengaliএক বরষায় বৃষ্টিতে ভিজে দুটি মন কাছে আসলো এক সমুদ্র কল্পনা বেয়ে দুটি মন ভালবাসলো এক বরষায় বৃষ্টিতে ভিজে এক ভাবনার একটু আকাশ অনুরাগের লেখে ইতিহাস ।। এক ফাগুনের মন্ত্রনা নিয়ে দুটি চোখ যেন হাসলো এক বরষায় বৃষ্টিতে ভিজে এক বাসনার একটু সময় অবকাশের হলো সঞ্চয় এক জীবনের রোমাঞ্চ নিয়ে ।। দু’টি প্রাণ স্রোতে ভাসলো এক বরষায় বৃষ্টিতে ভিজে Englishek baraṣhāẏ bṛṣhṭite bhije duṭi man kāchhe āslo ek samudr kalpanā beẏe duṭi man bhālabāslo ek baraṣhāẏ bṛṣhṭite bhije ek bhābnār ekṭu ākāśh anurāger lekhe itihās || ek phāguner mantranā niẏe duṭi chokh yen hāslo ek baraṣhāẏ bṛṣhṭite bhije ek bāsnār ekṭu samaẏ abakāśher halo sañchaẏ ek jībner romāñch niẏe || du’ṭi prāṇ srote bhāslo ek baraṣhāẏ bṛṣhṭite bhije