Title (Indic)ভালোবাসা যত বড় জীবন ততো বড় নয় WorkCharam aaghaat LanguageBengali Credits Role Artist Performer Kumaar shaanu Performer Mitali Mukherjee LyricsBengaliভালোবাসা যত বড় জীবন ততো বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় বড় দেরী করে দেখা হলো হলো চেনাজানা, আরো দিন গেল কেটে মনেরই ঠিকানা ।। হায় জন্ম থেকেই হয়নি কেন তোমার আমার পরিচয় । ভালোবাসা যত বড় জীবন ততো বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় শুধু কিছুদিন কাছে পেয়ে ফুরাবে না আশা, কবে যে মরণ ঝড়ে ভেঙে যাবে বাসা ।। হায় সব পেয়েছি তাই কি আমার সব হারানোর এত ভয় ভালোবাসা যত বড় জীবন ততো বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। Englishbhālobāsā yat bar̤ jīban tato bar̤ naẏ tomāẏ niẏe hājār bachhar bām̐chte bar̤ ichchhe haẏ bar̤ derī kare dekhā halo halo chenājānā, āro din gel keṭe manera̮i ṭhikānā || hāẏ janm thekei haẏani ken tomār āmār parichaẏ | bhālobāsā yat bar̤ jīban tato bar̤ naẏ tomāẏ niẏe hājār bachhar bām̐chte bar̤ ichchhe haẏ śhudhu kichhudin kāchhe peẏe phurābe nā āśhā, kabe ye maraṇ jhar̤e bheṅe yābe bāsā || hāẏ sab peẏechhi tāi ki āmār sab hārānor et bhaẏ bhālobāsā yat bar̤ jīban tato bar̤ naẏ tomāẏ niẏe hājār bachhar bām̐chte bar̤ ichchhe haẏ|