Title (Indic)সাগরের ঢেউ বলে তীর পেয়েছি WorkBukabhraa bhaalobaasaa LanguageBengali Credits Role Artist Performer Binod raathor and saadhnaa sargam LyricsBengaliসাগরের ঢেউ বলে তীর পেয়েছি আকাশের পাখি বলে নীড় পেয়েছি এই মন বলে- আমি সুখী হয়েছি সুখী হয়েছি।। একদিন দুটি চোখে স্বপ্ন ছিল তোমাকে পেয়ে তা সত্যি হল একদিন এ জীবনে আশা ছিল তোমাকে পেয়ে তা পূর্ণ হল আর কোন বাঁধা নেই আর কোন জবাব নেই সবি যেন পেয়ে গেছি। আ আ আ আ ও ও ও ও জীবনের যে এত সুখ জানা ছিলনা; মরণেও তুমি মোরে ছেড়ে যেওনা ও ও বন্ধন খুলে কভু যেওনাকো চিরদিন আমাকে বুকে রেখো আর কথা বলা নেই আর পথে চলা নেই ঠিকানা যে খুঁজে পেয়েছি। Englishsāgrer ḍheu bale tīr peẏechhi ākāśher pākhi bale nīr̤ peẏechhi ei man bale- āmi sukhī haẏechhi sukhī haẏechhi|| ekdin duṭi chokhe sbapn chhil tomāke peẏe tā satyi hal ekdin e jībne āśhā chhil tomāke peẏe tā pūrṇ hal ār kon bām̐dhā nei ār kon jabāb nei sabi yen peẏe gechhi| ā ā ā ā o o o o jībner ye et sukh jānā chhilnā; maraṇeo tumi more chher̤e yeonā o o bandhan khule kabhu yeonāko chirdin āmāke buke rekho ār kathā balā nei ār pathe chalā nei ṭhikānā ye khum̐je peẏechhi|